পাবনায় র্যাব কর্তৃক ১টি গাঁজা গাছসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / 120
নিউজ ডেস্কঃ পাবনায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১টি গাঁজা গাছসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলো, পাবনা জেলার সদর থানার দিঘলকান্দি পূর্ব পাড়া গ্রামের বন্দের প্রামানিকের ছেলে মোঃ আজমত আলী (২১)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৮ নভেম্বর ২০২০ তারিখ ০৭:৫৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে পাবনা জেলার সদর থানাধীন দিঘলকান্দি পূর্বপাড়া সাকিনস্থ আসামীর বসত বাড়ী হতে আসামীকে গ্রেফতার করে।
আসামীর বসত বাড়ী হতে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) টি গাঁজার গাছ (ওজন ০৫ কেজি) উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ নিজ বসত বাড়ীতে রোপন করিয়া গাঁজা গাছ এবং গাছ হতে উৎপাদিত গাঁজা অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়েরে করা হয়েছে।
আরও পড়ুনঃ পাবনায় র্যাব কর্তৃক ৪টি গাঁজা গাছসহ(৮ কেজি) ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার