রোটরী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে বছর ব্যাপি সেলাই প্রশিক্ষণ
- প্রকাশিত সময় ১০:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / 89
পাবনা প্রতিনিধিঃ রোটরী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে বছর ব্যাপি সেলাই প্রশিক্ষণ ১ম কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র ও ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
২১/১১/২০২০ ইং তারিখ শনিবার রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন এম পি এইচ এফ এর নেতৃত্বে সুজানগর উপজেলার বিরাহিমপুরে যমুনা সমাজ কল্যাণ সংস্থার অডিটরিয়ামে স্থানীয় ৩০ (ত্রিশ) জন মহিলাকে ৩ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র ও ৩ টি সেলাই মেশিন প্রদান করা হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ রাশেদুল কবীর উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, পাবনা।
তিনি তাঁর বক্তৃতায় সমাজের অনগ্রসর মহিলাদেরকে সাবলম্বী করার রোটারী ক্লাবের এরকম মহতি উদ্যোগকে প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন উপদেশ ও দিক নির্দেশনা প্রদান করেন এবং সেই সাথে তাহার সমাজ সেবা কার্যালয়ের সুদমুক্ত ঋণ সুবিধা সহ অন্যন্যা সুবিধা প্রদানের কথা ব্যক্ত করেন।
তিনি সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠনে যোগদানের পূর্বে যমুনার চর অঞ্চলের চর ধলথোবায় রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটি এবং যমুনা সমাজ কল্যাণ সংস্থা কতৃক ইতিপূর্বে নির্মিত শিশু শিক্ষালয় ও চর অঞ্চলে বন্যা পরর্বতী পূর্ণবাসনে সবজি বীজ বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভুয়সী প্রশংসা করেন।
পরিদর্শন কালে তাহার কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট সহ অন্যন্যা রোটারী নেতৃবৃন্দ এবং যমুনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সহ সংস্থার সভাপতি ও সহ সভাপতি উপস্থিত ছিলেন।
সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত সনদ ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের পি পি রোটাঃ মোঃ জালাল উদ্দিন, রোটাঃ পি পি এম.এ.জলিল, আই পি পি রোটাঃ মোঃ মনজেদ আলী, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ মোকাদ্দিস আলম ও অন্যন্যা রোটারিয়ানবৃন্দ এবং যমুনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সহ সভাপতি ও সেলাই প্রশিক্ষক।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন প্রোজেক্ট চেয়ার রোটাঃ আই পি পি মোঃ মনজেদ আলী।