সিরাজগঞ্জের শাহজাদপুরে মাস্কবিহীনভাবে চলছে কাপড়ের হাট; বাড়ছে করোনার উপদ্রব
- প্রকাশিত সময় ১১:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / 108
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরের অধিকাংশ মানুষ মাস্ক পড়া ভুলে গেছেন। দিন দিন করোনার তীব্রতা বাড়লেও শাহজাদপুরের মানুষ সচেতনতা হারিয়ে ফেলছে।
বুধবার (২৫ নভেম্বর) শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত কাপড়ের হাট ঘুরে দেখা গেছে কাপড় বিক্রি করতে আসা তাঁতিরা তারা মুখে মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় না রেখেই পূর্বের মতোই কাপড় বিক্রি করতে দেখা গেছে। ক্রেতা ও বিক্রেতা কার মুখে মাস্ক দেখা যায়নি।
অনেক ব্যবসায়ীরা জানান, আমরা মাস্ক পড়তে ভুলে গেছি। এদিকে লকডাউনের সময় শাহজাদপুর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে তখন মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করার গেলেও বর্তমানে প্রশাসনের উদাসীনতা এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা না করায়, সাধারণ মানুষ করোনাকে আর গুরুত্ব দিচ্ছে না। এ নিয়ে অভিজ্ঞ মহল বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
শাহজাদপুরসহ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাধারণ মানুষের মধ্যে করোনার ভয় না থাকলেও শাহজাদপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সরকারের পক্ষ থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও শাহজাদপুরে এর প্রভাব এখনও পড়েনি। এ ব্যাপারে প্রশাসনের তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
এদিকে শাহজাপুরে রোববার ও বুধবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও বিক্রেতা আসলেও তাদের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার কোন নিয়ম দেখা যায় নি। তাই করোনা বিস্তার রোধে উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম খান জানান, সারা বিশ্বই করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে তাই আমাদের মাঝে বেশি বেশি করে সচেতনতা তৈরী করতে হবে।
তাই মাস্ক পড়া অত্যান্ত জরুরি মাস্ক না পড়লে করোনার উপদ্রব আরও ছড়িয়ে পড়বে।