‘ঘুষ দুর্নীতি ও হয়রানী মুক্ত সেবা দিতে চাই’ ভাঙ্গুড়া নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান টুকুন
- প্রকাশিত সময় ১২:৫৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / 159
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ ‘ঘুষ, দুর্নীতি ও হয়রানী মুক্ত জনসাধারণকে সেবা দিতে চাই। এক্ষেত্রে জনতার ও সহযোগিতা চাই। ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে কোনো ধরণের সমস্যা হলে সাধারণ জনতা সঙ্গে সঙ্গে আমাকে জনাতে হবে’।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক অভিষেক অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন ১ নং ভাঙ্গুড়া ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন।
ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গুলশাহানারা লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল রহিম রাজা, সাংগঠিক সম্পাদক আজাদ খাঁন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, ১ নং ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল কালু, পরপর দুই বারের নির্বাচিত ইউপি সদস্য নুর ইসলামসহ নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ সচিব জুবাইদা আরেফিন মানজিলা ও সাংবাদিক বৃন্দ।
আরও পড়ুনঃ ৩য় দফায় ১৭৭৬ জন রহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর
প্রসঙ্গত, সম্প্রতি ভাঙ্গুড়া ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ঘোড়ামার্কা প্রতীক নিয়ে সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ১০তম ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী লাভ করেন।