পাবনার ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / 69
ডেস্ক নিউজঃ পাবনার ঈশ্বরদীতে র্যাব কর্তৃক ৪৯০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
গ্রেফতারকৃত আসামীরা হলো, নাটোর জেলার লালপুর থানার জুকাদাহ গ্রামের মোঃ জামাত মন্ডল জামু মন্ডলের ছেলে মোঃ ইকলাস হোসেন ইকলা (৪৬), এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের মৃত কামরুদ্দিন হোসেনের ছেলে মোঃ আরমান হোসেন গুড্ডু (২১)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ২৬ নভেম্বর ২০২০ তারিখ বৃহস্পতিবার রাত্রী ০৮:৫০ ঘটিকা হইতে রাত্রী ০৯:৪০ ঘটিকা পর্যন্ত দুইটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গকুল নগর বাজার হইতে এক মাদক ব্যবসায়ী এবং অপর একটি অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ফতে মোহাম্মদপুর নিউ কলোনী সাকিনস্থ এলাকা হইতে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে মোট ৪৯০ (চারশত নব্বই) পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দুইটি পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ ঈশ্বরদীর রুপপুর থেকে ৩৭৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার