৫ দফা দাবিতে পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৬:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / 91
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ‘কৃষক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এই শ্লোগাণে পাবনা চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষী ফেডারেশনের ডাকে শনিবার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ দফা দাবিতে শহরের রেলগেট হতে পোষ্টঅফিস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধন ও পথসভা শেষে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা স্থানীয় জাতীয় সংসদ সদস্যের বাড়ি ঘেরাও এবং ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে। ঘন্টা ব্যাপী অবস্থানকালে আশেপাশের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে অসুস্থ মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি’র সাথে নেতারা দেখা করলে তিনি চিনিকলের আন্দোলন ও দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন।
আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তরা বলেন, সরকারকে বিব্রত করার জন্য ৬টি চিনিকল বন্ধের ষড়যন্ত্রে চলছে। লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে বলে তারা দাবী করেছেন।
এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, জাসদের জেলার নেতা জাহাঙ্গির হোসেন, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক লীগ নেতা ফজলুর রহমান মালিথা, আখচাষি নেতা আনসার আলী ডিলু, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন কৃষক নেতা মুরাদ মালিথা, সাঁড়া ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা, স্বেচ্ছাসেবক লীগের কবির আলী হিরু, আখচাষী ফেডারেশনের নেতা ইদ্রিস মন্ডল, যুবলীগ নেতা মাসুদ রানা প্রমূখ।
সঞ্চালনা করেন চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল ও শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ।