বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্যালারি কসমস আর্ট ক্যাম্প শুরু
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / 93
শুক্রবার মালিবাগের কসমস সেন্টারে (স্টুডিও, বই ও ছাদ) শুরু হয় গ্যালারি কসমসের দিনব্যাপী শিল্প শিবির ‘শেখ হাসিনা: ইতিহাসের ডান দিকে’
এটি কসমস এটলিয়ার৭১ এর সহযোগিতায় সংগঠিত হয়েছে এবং কসমস ফাউন্ডেশন দ্বারা সমর্থিত।
দেশের একুশ জন নেতৃস্থানীয় এবং প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী এই শিবিরে অংশগ্রহণ করছেন, যা দুপুর ১২টার পর শুরু হয়।
প্রখ্যাত শিল্পী আলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রণেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বোনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রশুন হালদার, এবং শুরভী শ্রুতি এই শিবিরে অংশ নিচ্ছেন।
সূত্রঃ ইউএনবি
এই রকম আরও টপিক
কসমস আর্ট কসমস সেন্টার গ্যালারি কসমস গ্যালারি কসমস আর্ট ক্যাম্প প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা: ইতিহাসের ডান দিকে