পাবনায় আয়কর মেলার সমাপনী কর প্রদানের সময় বৃদ্ধি
- প্রকাশিত সময় ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / 131
পাবনা প্রতিনিধিঃ ‘সবাই মিলে দিব কর’ ‘দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনাতে স্বল্প পরিসরে নভেম্বর মাস ব্যপী আয়কর মেলার সমাপনী দিন ছিলো ৩০ নভেম্বর সোমবার।
এদিকে রবিবার বিকালে (এনবিআর) এর সংগৃহীত তথ্য অনুযায়ী জানা যায় আয়কর আরও এক মাস প্রদান করা যাবে।
৩০ নভেম্বর ২০২০ ছিলো জাতীয় আয়কর ১৩তম দিবস। প্রতি বছরের ন্যায় এবছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবছর সেরা করদাতাদের দেওয়া হবে না কোনো পুরষ্কার।
তবে করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে স্বল্প পরিসরে কর মেলার আদলে কর পরামর্শ, তথ্য ও সেবার আয়োজন করেছে কর অঞ্চল পাবনা উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল ৭,৮,৯।
এসময় দেখা যায় প্রত্যেক করদাতা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বল্প সময়ের মধ্যে সেবা গ্রহণে সচেষ্ট ছিলেন। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করেন উপকর কমিশনারের কার্যালয় পাবনা সার্কেল – ৭ এর উপ-করকমিশনার মোঃ শাহাদাত হোসেন খাঁন।
মেলার সমাপনী দিনে পাবনা সার্কেল ৭ এর উপ-কর কমিশনার আরও জানান মাস ব্যপী মেলায় রিটার্ন জমা হয়েছে ১৯৩১২ টি। এই কর অঞ্চলে জমাকৃত করের পরিমান ৫২৩৪২৭৫৪ টাকা। এছাড়াও ৩৫ জন ব্যক্তি করদাতা নব প্রবর্তিত ১৯ এর aaaaa ধারায় কর জমা দিয়েছেন ১৭৫২৭৫৭০ টাকা।