কুষ্টিয়ায় জাতির পিতার ভাষ্কর্য ভাঙার অপরাধে পাবনায় প্রতিবাদ সভা
- প্রকাশিত সময় ০৮:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / 126
পাবনা প্রতিনিধিঃ গত শনিবার রাত থেকে সারা দেশ জুড়ে আলোচিত ঘটনার প্রতিবাদ উঠেছে কুষ্টিয়ার পাঁচমাথা মোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাষ্কর্য ভাঙ্গার অপরাধকে কেন্দ্র করে।
সংশ্লিষ্ট শত্রুতার ধারাবাহিক দৃশ্যে পাবনার সাধারন মানুষসহ আওয়ামীলীগের সর্বাঙ্গনের নেতাকর্মী বৃন্দ বিক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ৫ তারিখ রাতে পাবনার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলন গড়ে তুলেন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পর দিন ৬ ডিসেম্বর রোববার বেলা বারোটায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুক্তমঞ্চের কুষ্টিয়ায় পাঁচমাথা মোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভাঙার অপরাধে প্রতিবাদ সভা শুরু করা হয় আওয়ামীলীগের হাজারো নেতাকর্মীর সমন্বয়ে।
এসময় প্রতিবাদ সভায় উক্ত কুকিত্তির তিব্র নিন্দা জানিয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
সভায় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ কামিল হোসেনের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মান্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদ মাষ্টার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক সাজাহান মামুন, কামরুজ্জামান রকি, জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু, সাধারণ সম্পাদক রহুল আমিন, যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন, জোলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুবলীগ নেতা শেখ লালু, যুবলীগ নেতা মোঃ শাহিন শেখ প্রমুখ নেতাকর্মী বৃন্দ।