সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
- প্রকাশিত সময় ০৯:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / 91
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. বেল্লাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন বলে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান নিশ্চিত করেছেন।
মামলার বিররণে জানা যায়, ২০১০ সালে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সাদিয়া চাঁদপুর গ্রাে মো.ফজল হক প্রামাণিকের মেয়ে মোছা. বিলকিছ খাতুনের সাথে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৪ সালের ১৪ মে কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্যরাতে স্ত্রী বিলকিছকে শ্বাসরোধ করে হত্যা করে বেল্লাল হোসেন।
এ ঘটনায় বিলকিছের ভাই মো. বেলাল হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পরে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করে আসামীকে কারাগারে পাঠানো হয় এবং অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেয়া হয়।