জয়িতা পদক পেলেন ঈশ্বরদীর ৫ নারী
- প্রকাশিত সময় ১২:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 107
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ আর্ন্তজাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরদীর ৫ নারী ‘জয়িতা’ পদক পেয়েছেন।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদের মিলনায়তনে ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রামের আফরোজা বেগম, বড়ইচারা গ্রামের রুমা খাতুন, মাজদিয়া নতুনপাড়া গ্রামের দোলেনা খাতুন, চররূপপুর গ্রামের রেবেকা পারভীন ও চরসাহাপুর গ্রামের রেহেনা খাতুনের হাতে ‘জয়িতা’ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ি’ এই শ্লোগাণে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল।
প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও জয়িতা পদকপ্রাপ্ত আফরোজা বেগম। সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম।