সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দীর্ঘ যানজট
- প্রকাশিত সময় ০৭:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 91
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ফলে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা সেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। এতে ভোগান্তিতে পরেছে যাত্রিরা। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে এ মহাসড়কে যানবাহনে ধীরগতির শুরু হয়। পরে রাত সাড়ে ১০টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেশি হওয়াতে বঙ্গবন্ধু সেতুর উভয় লেনে গাড়ির চাপ বেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার নজরুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে তিনটির জায়গায় একটি করে যানবাহন ছেড়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্র্প্ত কর্মকর্তা মোসাদ্দেন হোসেন বলেন, ঘন কুয়াশা এবং সড়ক বিভাগ কর্তৃক নলকা এলাকায় মেরামত কাজের জন্য যান বাহনে ধীরগতি সৃষ্টি। যে কারণে যানবাহনের সাড়ি সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা সেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার মহাসড়কজুড়ে সৃষ্টি হয়েছে ভোগান্তি।
সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, দুর্ঘটনা ও নিরাপত্তার নিশ্চিত করতে মহাসড়কটির গোলচত্বর থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত পুলিশের পাঁচটি টিম টহলে রয়েছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু রক্ষনাবেক্ষনের কাজে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার পর থেকে মহা সড়কে পুনরায় গাড়ির চাপ বাড়তে থাকায় উত্তর বঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহন চলাচলে আবারো ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে সেতুর ওপরে গাড়ির সাড়ি দীর্ঘ হচ্ছে। এভাবে সেতুর দুই পাশে যানবাহন সাড়ি হলে টোল আদায় বন্ধ করতে হবে।
অপরদিকে মহাসড়কে যানজট ও মেরামত বিষয়ে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।