সিরাজগঞ্জ জেলা পুলিশের জরুরী (৯৯৯) সেবায় যোগ হলো গাড়ি বহর
- প্রকাশিত সময় ০৭:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / 111
সিরাজগঞ্জ প্রততিনিধিঃ সিরাজগঞ্জ জেলা পুলিশের জরুরী (৯৯৯) কল সেবায় যোগ হলো গাড়ি বহর। (১৪ই ডিসেম্বর) সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গাড়ি দুটি উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজ মো.আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জরুরী সেবায় গাড়িবহর উদ্বোধন অনুষ্ঠানে এসময় ডিআইজি বলেন, প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনায় পুলিশ, মেডিকেল ও ফায়ার সার্ভিস সেবাকে একত্রিত করে ৯৯৯ কোড ডিজিটে সেবার জন্য একটি কল সেন্টার খোলা হয়। এরই ধারা বাহিকতায় মানুষের নিকট পুলিশের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেয়ার জন্য সিরাজগঞ্জে দুটি গাড়ি যোগ হলো।
এই গাড়িবহর চালুর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির নিকট পুলিশ দ্রুত সময়ে কাঙ্খিত সেবা প্রদান করতে স্বক্ষম হবে। তিনি এসময় পুরিশের কাজে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসারও অনুরোধ করেন।
গাড়িবহর উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, পিবিআই পুলিশ সুপার রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।