পাবনার সাঁথিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / 168
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ৪৯তম মহান বিজয় দিবসের রাতে মনোমুগ্ধকর লাঠি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বায়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচির বাড়িতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু।
বুধবার বিকেল থেকেই দুরদুরান্ত থেকে কেউ হেঁটে আবার কেউবা ভ্যান কিংবা মোটরসাইকেলে সাঁথিয়া উপজেলার বায়া গ্রামে বাগচি বাড়িতে আসতে শুরু করেন। সন্ধ্যা হতেই শুরু হয় খেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত।
প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে প্রধান অতিথির চেয়ারে বসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি নিজেকে ধরে রাখতে না পেরে খেলতে শুরু করেন। তার সাথে যোগ দেন বাগচি পরিবারের বিশিষ্ট শিল্পপতি মোকছেদ আলম বাগচি। শুরু হয় জমজমাট লাঠি খেলা।
আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি/ শিল্পপতিদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা।
সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ও আয়োজক করমজা ইউপি চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচির ভাই বিশিষ্ট শিল্পপতি ঢাকাস্থ ডে- গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওয়াহাব আলী বাগচি।