পাবনায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা
- প্রকাশিত সময় ১০:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / 188
পাবনা প্রতিনিধি: পাবনায় ৯মাস থেকে ১০ বছর বয়সী ৬লাখ ৪২ হাজার শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার পাবনার সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু জাফরের সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য দেন জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট রবিউল আলম, মেডিক্যাল অফিসার ডা. খায়রুল কবীর, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, বাংলাদেশ বেতারের পাবনা প্রতিনিধি সুশীল তরফদার, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি সিফাত রহমান সনম, একাত্তর টেলিভিশনের পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল ও বাংলা টিভির পাবনা প্রতিনিধি এস এম আলম, বিবৃতি পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা।
সম্মেলনে সিভিল সার্জন জানান, শিশুদের টিকা দেয়ার জন্য ১১ টি স্থায়ী সহ মোট ১৯১৪ টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এজন্য ৩৫ হাজার ৮শ ৩৫ জন মাঠকর্মী নিয়োগ দেয়া হয়েছে।
এ কার্যক্রম ১৯ ডিসেম্বর থেকে ৩১ শে জানুয়ারী পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাবনা মেডিপ্যাথ ডায়গনষ্টিক সেন্টারে