পাবনার ভাঙ্গুড়া পৌর নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
- প্রকাশিত সময় ০৭:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / 184
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে ১ মেয়র প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে রির্টানিং কর্তকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান গণমাধ্যম কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেন। যাদের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আব্দুল কাদের ও সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ নবীর উদ্দীন।
রির্টানিং কর্তকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান জানান ৫টি কারণে মেয়র প্রার্থী মোঃ আব্দুল কাদের এর মনোনয়ন বাতিল করা হয়েছে।
কারণ গুলি হল ১. ফরম ক্রয়ের প্রথম খন্ডের প্রথম অংশে প্রস্তাবকারীর নাম মো. জাকির হোসেন উল্লেখ করা হলেও প্রস্তাবকালীর নাম ও স্বাক্ষরে অন্য নাম আছে। ২. ফরম ক্রয়ের প্রথম খন্ডের দ্বিতীয় অংশে সমর্থন কারীর নামের সাথে স্বাক্ষরের মিল নেই। ৩. ফরম ক্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অংশে প্রার্থীর ভোটার নাম্বার ভুল উল্লেখ করা হয়েছে। ৪. ফরম ক্রয়ের দ্বিতীয় খন্ডে প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদির ৩ নং ক্রমিকের মাতার নাম ভুল উল্লেখ করা হয়েছে। ৫. হলফনামায় শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করা হয়েছে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি সার্ভার ডাটাবেজে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ উল্লেখ আছে।
অপরদিক সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. নবীর উদ্দীনের আয়ের সনদ ও রির্টানিং জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকী প্রার্থীদের মনোনয়ন গুলি বৈধ ঘোষণা করা হয়েছে।