সিরাজগঞ্জের কৃতি সন্তান নাট্যব্যক্তিত্ব মান্নান হীরার দাফন সম্পন্ন
- প্রকাশিত সময় ০৮:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / 157
সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের পথ নাটকের অন্যতম পুরোধা, নাট্যব্যক্তিত্ব, সিরাজগঞ্জের কৃতি সন্তান মান্নান হীরার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গনে তার জানাযা শেষে শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে লাশবাহি গাড়িতে তার মরদেহ সিরাজগঞ্জ শহরের কাচারীপাড়ায় তার নিজ বাড়িতে আনা হয়। কিছু সময় তার পরিবারের নিকট রাখার পর নেয়া হয় আদালত প্রাঙ্গনে।
এসময় সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন নাট্য সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এসময় বরেণ্য এই নাট্যব্যক্তিত্বকে নিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ চেম্বার অবকমার্স প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, নাট্য অভিনেতা মমিন বাবু, শৈশবরে সহপাঠি আসাদ উদ্দিন পবলু, মরহুমের বড় ভাই, ও ছেলে গৌরব।
এসময় অনেক সাংস্কৃতিক কর্মি কান্নার ভেঙ্গে পরেন। তৈরী হয় এক শোকার্ত পরিবেশ। পরে শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিকভাবে ৪ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ছিলেন মেঝো। নাট্যজন মান্নান হীরার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
উল্লেখ্য, বুধবার রাতে অসুস্থতা অনুভব করলে মান্নান হীরাকে ঢাকার শান্তিনগরের বাসা থেকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।