বিজ্ঞপ্তি :
ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় ২টি ইট ভাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / 121
পাবনা প্রতিনিধিঃ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে, ঈশ্বরদী লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া এলাকায় দুইটি ইট ভাটায় ইটের পরিমাপে কারচুপি দরুন ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতায়নে, উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।
অভিযানে সহযোগিতা করেছেন উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর ও ঈশ্বরদী থানার কিছু পুলিশ সদস্য।
এমুহুর্তে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় আবারো চালু হয়েছে ৫২টি অবৈধ ইটভাটা
এই রকম আরও টপিক
অভিযান ইটভাটা ইটের পরিমাপ ঈশ্বরদী কারচুপি পরিচালিত পাকুরিয়া পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষীকুন্ডা