পাবনার চাটমোহরে দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন
- প্রকাশিত সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / 93
চাটমোহর (পাবনা) সংবাদদাতা: ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা পরেই পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের মেয়র পদের দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
এরা হলেন- বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান (মোবাইল ফোন)।
আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রায় একই ধরণের অভিযোগে এ ঘোষণা দেন তারা। (২৮শে ডিসেম্বর) সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় এ পৌরসভায়। ভোট বর্জনের আগে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট চার প্রার্থী মেয়র পদে অংশ নেন।
শহরের সবুজ সংঘ চত্বরে ভোট ও নির্বাচন বর্জনের ঘোষণাকালে আব্দুল মান্নান বলেন, নৌকার প্রার্থীর নেতা-কর্মীরা ভয়-ভীতি দেখিয়ে প্রতিটি ভোট কেন্দ্র দখল করে নিয়েছে, ভোটারদের বাধ্য করছে নৌকায় ভোট দিতে। তার এজেন্টেদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন নির্বাচন এর আগে চাটমোহরে কখনও হয়নি।
শহরের মধ্যশালিখা এলাকায় নিজের বাসভবনে নির্বাচন বর্জনের ঘোষণাকালে মির্জা রেজাউল করিম দুলাল বলেন, নৌকার প্রার্থীর সন্ত্রাসীরা প্রতিটি কেন্দ্র দখল করেছে। আমার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোট নিয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও কোনও লাভ না হয়নি। তিনি বলেন, এটা কোন নির্বাচন হয়নি। সুষ্ঠ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত ছিল। আমি এ নির্বাচন বাতিলের দাবি করছি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনও প্রার্থীর ভোট বর্জনের খবর তার জানা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্র দখলের অভিযোগ ঠিক না।