সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর নির্বাচনে নৌকা প্রার্থী তরু লোদী বিপুল ভোটে বিজয়ী
- প্রকাশিত সময় ১০:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / 91
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পৌর নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী মনির আক্তার খান তরু লোদী বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জেলা নির্বাচন অফিসার ও রিটারনিং কর্মকর্তা আবুল হাসন নিশ্চিত করেছেন।
নৌকা প্রতীকে তিনি ২৯০৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মাহমুদুল হাসান সজল ধানের শীষে ভোট পেয়েছেন ১৮৬৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গন প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার ইমরান হাত পাখা প্রতীকে পেয়েছে ১০৮৭ ভোট।
সোমবার (২৮শে ডিসেম্বর) সকাল ৮টা থেকে ২৫টি ভোট কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রথম বারের মত এখানে ইভিএমএর মাধ্যমে হয়।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬ জন। শাহজাদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন নির্বাচনে অংশ নেন।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভার নির্বাচনে নৌকার মাঁঝি হলেন- তরু লোদী