পাবনা পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা
- প্রকাশিত সময় ০৭:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 148
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
৩০ ডিসেম্বর বুধবার দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ নির্বাচনকে সামনে রেখে দলের এক প্রস্তুতি সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন দলের সাধারন সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন ও পাবনা পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
এ নির্বাচনকে সামনে রেখে কেউ দলীয় শৃংখলা ভঙ্গ করলে- তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও সিদ্ধান্ত হয় এ সভায়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন আহাদ বাবু।