রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গণতন্ত্র রক্ষা দিবস পালন
- প্রকাশিত সময় ০৭:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 140
বাঘা উপজেলা প্রতিনিধিঃ গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বাঘা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শাহদৌলা সরকারি কলেজ মাঠে এই আলোচনাসভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ মোজাম্মেল হক, আনিসুর রহমান, বজলুর রহমান অধ্যক্ষ, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃকুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, সাইফুল ইসলাম, মেরাজুল ইসলাম মেরাজ।
আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সৈনিকলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।