পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে আবৃত্তি সন্ধ্যা ‘স্বাধীন সূর্যোদয়’ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১১:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
- / 168
পাবনা প্রতিনিধিঃ ১ জানুয়ারি পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে রূপকথার কাব্য নিবেদিত অনুষ্টিত হয়েছে আবৃত্তি সন্ধ্যা ‘‘স্বাধীন সূর্যোদয়”।
ইউনিভার্সাল গ্রুপের পৃষ্টপোষকতায় রাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের অডিটোরিয়ামে আবৃত্তি পরিবেশন করেন পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি শিক্ষার্থী ও বরেণ্য আবৃত্তিকার হাসান আরিফ, মীর বরকত, আহসান উল্লাহ তমাল, মাহফুজ হৃদয়, মাজেদা পারভীন এবং সংগীত পরিবেশন করেন অনিক বিশ্বাস, অমিত অভ্র ও মেহবুব।
অনুষ্ঠানটির সমন্ময়কারীর দায়ীত্বে ছিলেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
অনুষ্ঠানটিতে আবহ সংগীত পরিবেশন করেন প্রলয় চাকী।
বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি শিক্ষার্থীদের প্রথম পরিবেশনা ছিল কবি শামসুর রহমানের ছড়া স্বাধীন সূর্যোদয়।
এতে তারা সুন্দর অভিনয় ও কোরাসের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও বিজয়কে ফুটিয়ে তোলে।
এরপর মাজেদা পারভীন পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি। এরপর মাহফুজ হৃদয় পরিবেশন করেন তার পরিবেশনা।
এরপর বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি শিক্ষার্থীদের পরিবেশনা দশটা বেড়ালের ছড়া। এরপর শুরু হয় বরেণ্য আবৃত্তিকারদের পরিবেশনা। প্রথমে পরিবেশন করেন আহসান উল্লাহ তমাল, এরপর মীর বরকত এবং সবশেষে হাসান আরিফ।
বরেণ্য আবৃত্তিকারদের আবৃত্তির পাশাপাশি দেশের গান পরিবেশন করেন অনিক, মেহবুব ও অভ্র। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।