পাবনার ভাঙ্গুড়ায় মেয়েদের বিনামূল্যে সোলাই মেশিন বিতরণ
- প্রকাশিত সময় ১১:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / 100
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন দরিদ্র ও মেধাবী মেয়ের মধ্যে বিনামূল্যে সোলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর সদরে সরদার পাড়াস্থ নিজ বাসভবন চত্বরে এই সেলাই মেশিনগুলি শারীরিক দুরত্ব মেনে বিতরণ করেন স্থানীয় সংসদ ও ভুমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে বিশেষ বরাদ্দে প্রাপ্ত সেলাই মেশিনগুলি।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, যুগ্ম সম্পাদক মো. রমজান আলী খাঁন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শরিফ মাহমুদ সঞ্জু, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, যুবনেতা ইবনুল হাসান শাকিল, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক মো. হেলাল উদ্দীন উপকার ভোগী মেয়েরা ও তাদের অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যম কর্মী বৃন্দ।