সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামীলীগ মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
- প্রকাশিত সময় ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 98
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস.এম নজরুল ইসলাম (৫ জানুয়ারি) মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে উপস্থিত হয়ে তাদের কাছে ভোট চেয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি পৌর বাজার, শ্রীকোলা, আর.এস এলাকায় সাধারণ ভোটারদের মাঝে উপস্থিত হয়ে ভোট চান এবং গণসংযোগ করেন।
(দুপুরে) তার সাথে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, যুগ্ন আহবায়ক মাহবুব সরোয়ার বকুল, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আকমাল হোসেন, মোখলেছুর রহমান ডাবলু, শফিউল আলম হেভেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী এস.এম. নজরুল ইসলামের সাথে নির্বাচনী প্রচার চালান। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা দলবদ্ধ ভাবে সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলীয় মেয়র প্রার্থী এস.এম নজরুল ইসলামের নৌকা প্রতীকে ভোট চাইছেন।
এর আগে গতকাল রাতে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে এক নির্বাচনী প্রচার সভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুব লীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম দত্ত, বাবলু ভৌমিক প্রমুখ।