পাবনার সুজানগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- প্রকাশিত সময় ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / 109
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসূর, খেসারি, টমেটো, মরিচ পিয়াজ, বোরো ধান, ভুট্টা ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
বুধবার (৬ই জানুয়ারি) সকালে সুজানগর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার।
এসময় আরো ও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন। প্রায় তিন শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।