পাবনার আটঘরিয়ায় সরিষার ক্ষেত থেকে লাশ উদ্ধার

- প্রকাশিত সময় ০৯:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / 156
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাশের কদমগাছী দিয়ার মাঠে রিফাতের সরিষার ক্ষেত থেকে আকরাম আলী (৩৫) নামক এক ঢালাই মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তি চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুয়াগাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ৫ জানুয়ারি দিবাগত রাতে যে কোন এক সময়ে। পরের দিন ৬ জানুয়ারি ভোরে আটঘরিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থল থেকে একটি টিভিএস মেট্রো প্লাস (লাইসেন্সবিহীন) মোটর সাইকেল উদ্ধার করেছেন পুলিশ।
এলাকাবাসী জানান, ওইদিন ভোরে রিফাতের সরিষার ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আকরাম আলী নামক ঢালাই মিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। এবং একটি টিভিএস মেট্রো প্লাস মোটর সাইকেল উদ্ধার করা হয়।