পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ১১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / 108
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইশতিয়াক আহমেদ লিন, পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন।
ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান কনক সভায় সভাপতিত্ব করেন। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বসির আহমেদ বকুল, উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জুলমত হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির আলী হিরু, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মোশাররফ হোসেন নয়ন, মিজান মালিথা, ছাত্রলীগ নেতা সজিব মালিথা, আমজাদ হোসেন অবুজ প্রমূখ।
সভা সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম।