পাবনার আটঘরিয়ার অগ্নিকান্ডে ২টি গোডাউনের ছাই পুড়ে ভস্মীভূত

- প্রকাশিত সময় ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / 140
আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়াউপজেলার একদন্ত ইউনিয়নের নরজান নিয়ামতপুর গ্রামে অবস্থিত চারকলে পোড়ানো সোলার ছাইয়ে গোডাউনে রাখা ছাই পুড়ে ভস্মীভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৮ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে। প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উক্ত কোম্পানির ম্যানেজার সবুজ মিয়া জানান সকাল সাড়ে ৮ টার দিকে আগুনের ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গ ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন এনিয়ে চারকলে চারবার আগুন লাগল। এবার ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লক্ষ টাকা।
ফায়ার সার্ভিস অফিসের ইন্সপেক্টর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়ার সাথে সাথে আমাদের চারটি ইউনিট এসে কাজ শুরু করে। বেলা সাড়ে ১১ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে যায়।
এ সময় আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম, ডিএসবির মজিদুল ইসলাম, একদন্ত ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।