বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ায় ৮৫ টি অসহায় পরিবারের মধ্যে ঘর বরাদ্দ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / 163
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় ৮৫টি অসহায় পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এসব ঘর নির্মান করতে মোট ব্যয় হবে ১ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা। প্রতিটি পরিবারের জন্য ব্যয় হবে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
এসব অসহায় পরিবারের মধ্যে রয়েছে দেবোত্তর ইউনিয়ন এর শ্রীকান্তপুর গ্রামে ২৭ টি, অভিরামপুর গ্রামে ৪০টি এবং চাঁদভা ইউনিয়নের চাঁদভা বাজারে ১৮ টি।
আটঘরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম জানান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেনা। সেই অনুযায়ী আটঘরিয়া উপজেলায় ১ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলোর কাজ প্রায় শেষের দিকে।
আগামী ২৩ জানুয়ারি মুজিব শত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সেসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।
এই রকম আরও টপিক
অসহায় আটঘরিয়া গৃহহীন ঘর পরিবার পাবনা বরাদ্দ ভূমিহীন ও গৃহহীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা