পাবনায় সরকারী বাড়ী দেওয়া হবে হিজড়াদের
- প্রকাশিত সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / 168
পাবনা প্রতিনিধিঃ পাবনায় তৃতীয় লিঙ্গের মানুষদের (হিজড়াদের) বাড়ী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (১৭ই জানুয়ারী) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগীদের নিয়ে তথ্য উপাস্থাপন করেন জেলা সমাজসেবা কর্মকর্তা এসময় সমাজের অবহেলিত হিজড়াদের প্রসঙ্গে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন দেশের কোন মানুষ যাতে কষ্টে না থাকে সরকার সে ব্যাপারে সচেষ্ঠ।
হিজড়া এদেশের মানুষ তারা যেন কোন প্রকার কষ্ঠে জীবন যাপন না করে সেজন্য প্রয়োজনে হিজড়াদের সরকারি বাড়ী অর্থাৎ আবাসন ব্যবস্থা করা হবে। জেলা সমাজ সেবা কর্মকর্তা জানান জেলা ১শ এর নিচে হিজড়া রয়েছে।
সভায় পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক সংকট, ক্যাডেট কলেজ টু ফরিদপুর রাস্তার দুরাবস্থা, ভিক্ষুক পুর্নবাসন, প্রতিবন্ধিদের সুর্বণ কার্ড জটিলতা নিরসন, মুক্তিযুদ্ধে শহীদদের করব সংরক্ষণ, পাবনা পৌরসভা নির্বাচন অবাধ সুষ্টু নিরপেক্ষ করার বিষয় আলোচনা হয়।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, ডিডি এলজি আফরোজা আকতার, মাদকদ্রব্য অধিদপ্তরের পারভীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা মোসলেম উদ্দিন, গনপুর্তের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভির ইসলাম, সহকারী কমিশনার মুন্নী ইসলাম প্রমুখ।