রাজশাহীর পুঠিয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া ৫৪টি ঘর উপহার পেল গৃহহীনরা
- প্রকাশিত সময় ০৭:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / 99
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার স্বরুপ ৫৪টি পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা।
মুজিববর্ষ উপলক্ষে শনিবার (২৩শে জানুয়ারী) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশব্যাপী ৬৬ হাজার ১ শত ৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুঠিয়া উপজেলায় ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসেবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, রাজশাহী জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানউল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহামন, অধ্যাক্ষ গোলাম ফারুক,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলীসহ উপজেলার কর্মরত সকল কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপকারভোীরা উপস্থিত ছিলেন। পরে সভাকক্ষে উপকার ভোগীদের হাতে তাদের স্বপ্নের ঠিকানার দলিল তুলে দেওয়া হয়।