পাবনা জেলা পরিষদের দরজা সবার জন্য খোলা — রেজাউল রহিম লাল
- প্রকাশিত সময় ০৮:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / 104
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন – করোনা সহ নানা সমস্যা মোকাবেলা বেলা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গৃহহীনদের গৃহ, বিভিন্ন ভাতা ভোগীদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সরকারে উন্নয়নের অন্যতম অংশীদার জেলা পরিষদ। জেলা পরিষদের মাধ্যমে সরকার বিভিন্ন ভাবে বাংলাদেশের উন্নয়ন করছে। আমি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর পাবনার বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগীতা করার চেষ্ঠা করেছি। পাবনা জেলা পরিষদের দরজা রয়েছে সব শ্রেণী পেশার মানুষের জন্য খোলা।
রবিবার (২৪শে জানুয়ারী) পাবনা জেলা পরিষদের রশিদ হলে বর্তমান পর্ষদের চারবছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন প্যানেল চেযারম্যান বিজয় ভষন রায়, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সাইফুল আলম, সাইদুল ইসলাম, গুলশান আরা, আমজাদ হোসেন, লিপি ইয়াসমিন, শামসুন নাহার মুক্তা, প্রধান সহকারী মতিউর রহমান প্রমুখ।
বর্তমান পর্ষদের চার বৎসর পুর্তিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কেক কাটা, আলোচনা সভা সহ নানা কর্মসুচী উৎযাপিত হয়।