পাবনার চাটমোহরে বিট পুলিশিং জনসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / 102
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ৮নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে জনসচেতনতা মূলক সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
(২৫ জানুয়ারি) সোমবার বেলা ৩ টায় হরিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে হরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মকবুল ইসলামের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ( বিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈকত ইসলাম, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। এ সময়ে বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ, ইভটিজিং, অপ্রাপ্ত শিশু কিশোরদের হাতে মোবাইল ফোন, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ, সকল প্রকার অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস, সামাজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করে যাবেন বলে জেলা পুলিশ সুপার তিনি এ প্রত্যাশা কামনা করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক রওশন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আলী হায়দার সরদার, চাটমোহর প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, সরকারী কর্মকর্তা, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।