পাবনার রূপপুর এনপিপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা

- প্রকাশিত সময় ০৭:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / 177
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ আধুনিক প্রযুক্তির পাবনার রূপপুর এনপিপির নিরাপদ ব্যবস্থা সম্পর্কে ঈশ্বরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১শে জানুয়ারি) বিকালে ঈশ্বরদী পৌরসভায় চত্বরে রুপপুর এনপিপির তথ্য কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রূপপুর এনপিপির নিরাপদ ব্যবস্থা সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। সঞ্চালনা করেন তথ্য কেন্দ্রের ব্যবস্থাপক শাকিফ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি জোমসেদ আলী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, সাবেক সভাপতি ফজলুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।