পাবনায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান নিয়ে আলোচনা
- প্রকাশিত সময় ০৯:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / 95
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন- বিশ্বের অনেক দেশই এখন পর্যন্ত করোনা ভাইরাস ভ্যাকসিন পায় নাই। বাংলাদেশ সরকারের দক্ষ পররাষ্ট্র নীতির ফলে দ্রুতই পেয়েছে করোনা ভাইরাস ভ্যাকসিন।
দ্রুত টিকা পাওয়াই অনেকের গাত্রদাহ হয়ে উঠেছে। দ্রুত টিকা পাওয়ায় যারা খুশি হয় নাই তারা সরকারের ভাবমুর্তি নষ্ট করতে প্রপাকান্ড ছড়াতে পারে। টিকা নিয়ে প্রপাকান্ড সম্পর্কে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, ডা. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান।
জানা যায়- আগামী ৭ ফেব্রুয়ারি হতে টিকা দেয়া হবে। ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। পাবনা সদর হাসপাতালে ৮টি বুথে, সিভিল সার্জন অফিসে ১টি বুথ, পুলিশ লাইনে ১টি বুথে এবং প্রত্যেক উপজেলা হাসপাতালে ৩টি করে বুথে টিকা দেয়া হবে। রেজিষ্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেযা হবে না। সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।