নোয়াখালীতে প্রথম করোনা টিকা নেবেন চাটখিল সোনাইমুড়ি-১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম
- প্রকাশিত সময় ০৯:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / 106
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নেবেনে স্থানীয় সংসদ সদস্য চাটখিল – সোনাইমুড়ি -১ আসনের এমপি.এইচ.এম ইব্রাহীম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন, খন্দকার মোশতাক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগে সমাজের ফ্রন্ট ফাইটার হিসেবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধারা করোনার টিকা নিলে এরপর সাধারণ মানুষও নেয়া শুরু করবে। সে লক্ষ্যে তিনি সবার আগে এ টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ধাপে ১০ হাজার ৪০০ ভায়াল বা এক লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন নোয়াখালীতে গত ৩১ জানুয়ারি এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো নির্ধারিত ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে রাখা হয়েছে। গোটা জেলায় ১০টি কেন্দ্রে এ টিকা দেয়া শুরু হবে। এর জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আটটি বুথ ও পুলিশ হাসপাতালেও একটি বুথ করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুটি বুথ করা হয়েছে।
আরও পড়ুনঃ মন্ত্রীসভার প্রথম সদস্য হিসেবে করোনা টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী