সিরাজগঞ্জে ফুলজোড় নদী খননের শুভ উদ্ধোধন
- প্রকাশিত সময় ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / 88
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাঙ্গালী করোতোয়া ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং ও পুণঃখনন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে সিরাজগঞ্জের নলকা এলাকায় ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এই কাজের শুভ উদ্ধোধন করেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী,প্রকল্প পরিচালক সেনা বাহিনীর প্রকৌশল বিভাগের ব্রিগেডিয়ার হায়াৎ,সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ,পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ডের
উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ণ বোর্ড সুত্র জানায়,বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের আধীনে বাঙ্গালী করোতোয়া ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং/পুণঃখনন ও পার সংরক্ষন প্রকল্পে ২হাজার ২শ কিলোমিটার নদীপথ খনন করা হবে।
প্রকল্পে গাইবান্ধা- বগুড়া ও সিরাজগঞ্জে অংশে খনন কাজ করা হবে। সিরাজগঞ্জে এই প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়নে সিরাজগঞ্জ অংশে ফুলজোড়-হুড়াসাগর ও করতোয়া নদী খননে ব্যয় ধরা হয়েছে ৯১৫৫৪.১৩ লাখ টাকা এবং নদীর তীর সংরক্ষণ কাজে ব্যয় ধরা হয়েছে ৩১৩২১.৭৯ লাখ টাকা।
গত ২০১৯ সালে এপকল্পটি চালু হলেও মহামারি করোনার কারণে গত বছর কাজের অগ্রগতি ঝিমিয়ে পরে। কিন্তু প্রধান মন্ত্রীর একান্ত ইচ্ছা এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রকল্পটি সঠিক ভাবে বাস্তবায়নের জন্য নতুন করে চলতি বছরে কাজ শুরু করা হয়েছে।
এরই ফলশ্রুতিতে আজকে নদী খনন কাজ শুরু হলো। প্রকল্পটি বাস্তবায়িত হলে দনীর তীরবর্তি এলাকার মানুষ তাদের জানমাল থেকে সুরক্ষা,কৃষি উৎপাদন বৃদ্ধি,পানির স্থির স্বাভাবিক,নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,মৎস্য সম্পদের উন্নয়ন,পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে।