বিজ্ঞপ্তি :
এস-ফোর হান্ড্রেড ব্যবহার থেকে বিরত না থাকলে তুরস্ক কে এফ থার্টি ফাইভ দেবেনা আমেরিকা
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১১:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / 96
আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন ।
তিনি বলেছেন আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি রোববার এই বক্তব্যে এই মন্তব্য করেছেন । তিনি বলেন এস থার্টি ফাইভ এবং এস-ফোর হান্ড্রেড একসঙ্গে রাখা যাবে না ।
এস-ফোর হান্ড্রেড এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি । কিরবী আরো বলেন তুরস্ক গত এক দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে মার্কিন ব্যবস্থাপনা পেট্রায়ট কেনার সিদ্ধান্ত নিতে পারতো কিন্তু তা না করে আমেরিকার এফ থার্টি ফাইভ জঙ্গিবিমান কিনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা ।
তুরস্ক হচ্ছেন ন্যাটো জোট ভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড সংগ্রহ করেছেন।
২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করেন তুরস্ক ২০১৯ সালের জুলাই মাসে ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনো চলছে।
মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছেন মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্কর রাশিয়ার হাতে বিশাল অংকের বাজেট তুলে দেয়ার পাশাপাশি নেটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ।
তবে তুরস্ক এবং রাশিয়া আমেরিকার এই দাবি প্রত্যাখ্যান করেছে । কিন্তু আঙ্কারা বলেছে দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এই সংক্রান্ত চুক্তি বাতিল করবে না।