পাবনায় ডিজিটাল ম্যারাথনের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
- প্রকাশিত সময় ০৭:২৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / 102
পাবনা প্রতিনিধিঃ “মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ম্যারাথন প্রতিযোগিতার নিবন্ধন।
৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলা মিলনায়তনে এ কাজের উদ্বোধন করেন অধিনায়ক পাইওনয়িার গার্নাস, ১১ পদাতকি ডভিশিন এর লেঃ কর্নেল মোঃ আলতাফ আলী। জেলা প্রশাসনের সহায়তায় এ জেলার ৯টি উপজেলা থেকে অনলাইন অ্যাপসের মাধ্যমে ১০ হাজার ৫শ জনকে নিবন্ধন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক মেজর ফয়সাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ক্যাপ্টেন মেহেদী হাসান রাকিব জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মিনা, সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা, এনডিসি সাজ্জাত হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, সহ সভাপতি রেজাউল হোসেন বাদশা, সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাসেল মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধি গণ।
বঙ্গবন্ধুর স্বদশে প্রত্যার্বতন দিবস উপলক্ষে চলতি বছরের ১০ জানুয়ারি বাংলাদশে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ শুরু হয়। ডিজিটাল ম্যারাথনে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহন এর জন্য একটি পরিকল্পণা গ্রহণ করে।
চলতি মাসের ৯ ফেব্রুয়ারী থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। জেলা সদর ও প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ন স্থানে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।
জেলায় ৯টি উপজেলা মিলে ১ হাজার ৫ শতজন অংশগ্রহণকারী রেজিষ্ট্রেশন লক্ষ নির্ধারন করা হয়েছে।
দেশব্যাপী এই অনুষ্ঠানের আয়োজনে আছেন বাংলাদেশ সেনাবাহিনী ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। সার্বিক সহযোগিতা করবেন পাবনা জেলা প্রশাসন।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চলের দায়িত্বরত সদস্যরা।
আগামী ২৩ ফেব্রুয়ারী শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এই মেরাথন।