নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাহফিলে উস্কানিমূলক বক্তব্য- আটক ২
- প্রকাশিত সময় ০৬:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / 82
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলো, ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭), সে কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে। ইমরান হোসেন রাজু (২২), সে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বক্তাসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আটক আসামীদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।