পাবনা সাঁথিয়ায় জোড়া খুনের আসামীকে কুষ্টিয়া থেকে আটক
- প্রকাশিত সময় ১০:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / 72
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই বাজারে জোড়া খুনের এজাহার ভুক্ত আসামী সাইফুল ইসলাম (২০)কে কুষ্টিয়া থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারী) পাবনা আদালতে আসামীর স্বীকারোক্ত মূলক জবানবন্ধী দিয়েছে।
জানা যায়, জোড়া খুনের ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে করে। দীর্ঘ সময় ধরে আসামীদের আটকের জন্য প্রযুক্তির সহায়তা গ্রহণ করেন থানা পুলিশ। প্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা জাল পেতে গত (৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সাইফুলকে আটক করেন পুলিশ। সে নিজেকে রক্ষা করতে ভেড়ামারার একটি বাসায় আত্মগোপন করেছিল।
বুধবার বিকালে আসামীকে পাবনা আদালতে হাজির করলে সে হত্যাকান্ডের ঘটনায় নিজে জড়িত ছিলো মর্মে ১৬৪ ধারা জবানবন্ধীসহ খুনের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার ওসি (তদন্ত) জানান, প্রযুক্তি ও গোয়েন্দার ফাঁদ পেতে তাকে আটক করা হয়। মামলার বাঁকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত: গত ১৬ জানুয়ারি সকাল ৯ টার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফুফাতো ও মামাতো দুই ভাই নিহত হয়। দীর্ঘ দিন ধরে জমির মালিকানা নিয়ে মুন্নাফ ও বাচ্চুর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন পিটিয়ে ও কুপিয়ে মুন্নাফ (৩৮) ও নাসির (৩৫) কে হত্যা করে প্রতিপক্ষরা।