পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরন
- প্রকাশিত সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 100
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০ -২০২১ অর্থ বছরে ঈশ্বরদীতে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারী) ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। এ সময় ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না।