পাবনার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা !
- প্রকাশিত সময় ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / 95
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর পাওয়া গিয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে ঈশ্বরদীর জয়নগরে ওয়াবদা গেটের সামনে বুলবুল ডক্তারের বাড়িতে। ছাগলের গর্ভ হতে মহিষের ৩টি বাচ্চা প্রসবের খবর পাওয়ার সাথে সাথে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। লোকজন ভীড় জমিয়েছে বুলবুল ডাক্তারের বাড়িতে।
এই খবর নিশ্চিত করেছেন প্রতিবেশী সম্পদ ট্রেডার্সের মালিক মঞ্জুুরুল আলম।
সরেজমিনে দেখা যায়, ছাগলের প্রসবকৃত বাচ্চা তিনটির মূখমন্ডল ও পা মহিষের আকৃতির। তবে মহিষের প্রসবকৃত বাচ্চা হয় বড়। আর এই বাচ্চাগুলো ছোট। তবে অবিকল মহিষের মতো।
এখবর লেখা পর্যন্ত তিনটি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দূর্বল। মা ছাগল বাচ্চাদের গা চেটে দূর্বলতা কাটানোর চেষ্টা করছে। যদি বাচ্চাগুলো জীবিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।