সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও কৃষকের স্বার্থে বেড়িবাধ নির্মাণ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০২:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / 90
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার ১৯ ফেব্রুয়ারী এলজিইডি’র আয়োজনে কৃষি ও কৃষকের স্বার্থে বেড়িবাধ নির্মাণ শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ সভা হয়েছে।
উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাতী ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে সকাল ১০টায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া-ফলিয়া এফসিডি উপ-প্রকল্পের সদস্যদের নিয়ে কৃষি ও কৃষকদের স্বার্থে প্রায় পোনে আট কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাধ নির্মাণ প্রকল্পের কাজ শুরুর আগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি রেজাউল করিম তপন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, আব্দুল মমিন ভুইয়া, আক্তার হোসেন প্রমুখ।
এলজিইডি সুত্রে আরো জানা যায়, উপজেলার ফলিয়া, পুঠিয়া, পুর্ণিমাগাতী ও ঘিয়ালা গ্রামের আবাদি মাঠের প্রায় ৫শ হেক্টর জমিতে বছরে একাধিক ফসলের আবাদে বন্যার পানি নিয়ন্ত্রণে বেড়িবাধটি নির্মাণ করা হবে। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা। প্রকল্পটি লেবার কন্ট্রাক্ট সিস্টেম (এলসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
এছাড়াও একই প্রকল্পে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে তিনটি সুইচগেট নির্মাণ করা হবে।