সিরাজগঞ্জের তাড়াশে র্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৩:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / 124
ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামী হলো, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার জন্তিহার গ্রামের মোঃ আয়নাল শেখ এর ছেলে মোঃ ছামিদুল শেখ (৪০) ও তার স্ত্রী মোছাঃ আনোয়ারা(৩৫)।
র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারী রাত ৯টা ৫৫ মিনিটের সময় অত্র ব্যাটালিয়নের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতের্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামে অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে ৫৫০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৪(চার) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৪ শত টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীমোঃ ছামিদুল শেখ (৪০) এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক)ধারায় এবং মোছাঃ আনোয়ারা(৩৫) এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ৮(ক)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।