সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাত ধরে পুরস্কার পেলেন ৩ গ্রাম্য পুলিশ
- প্রকাশিত সময় ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / 84
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাত জেগে পাহারা দিয়ে ডাকাত ধরার জন্য ৩ গ্রাম্য পুলিশকে পুরস্কৃত করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ তার কক্ষে ম্য পুলিশদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্ত গ্রাম্য পুলিশরা হলেন, সলংগা ইউনিয়নের আঙ্গারু গ্রামের নুরুল ইসলাম, রাজেন্দ্রনাথ ও গোবিন্দ চন্দ্র দাশ।
গত ১৪ ফেব্রুয়ারী উল্লিখিত গ্রাম্য পুলিশেরা সলংগা এলাকায় রাতে পাহারা দেবার সময় জীবনে ঝুঁকি নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১ জনকে ধরে সলঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
৬/৭ জন ডাকাত ঐদিন রাত ২টার দিকে ডাকাতের প্রস্ততি নিচ্ছিল। গ্রাম পুলিশের আক্রমনে ঘটনাস্থল থেকে বাকীরা পালিয়ে যায়।
পরদিন পুলিশ ডাকাত দলের আরও ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুরস্কার দেবার সময় ইউএনও গ্রাম্য পুলিশদের সাহসিকতার প্রশংসা করে তাদেরকে ধন্যবাদ জনান।
এ সময় উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক ইউসুফ আলী মন্টু উপস্থিত ছিলেন।