পাবনায় ৫৮ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / 62
ডেস্ক নিউজঃ পাবনায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ৫৮ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ১টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলো, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার শাখাতি গ্রামের মৃত কোরবান আলী ছেলে আবু তালেব (৪৫) ও লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুটি গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ তোজাম্মেল হক (৩৫) (ট্রাক চালক)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২, সিপিসি-২, পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার ১১টা ৩৫ মিনিটের সময় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর থানার জালালপুর বাজারে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ৫৮ কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা ও ১ টি ট্রাক উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয় দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।