পাবনার ঈশ্বরদী রেল ষ্টেশনে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশিত সময় ০৪:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / 104
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদী রেল ষ্টেশনে এক ট্রেন যাত্রীকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
রবিবার ২১ ফেব্রুয়ারী রাতে ঈশ্বরদী জংশনের ২ নম্বর প্লার্টফর্মে থেকে তাকে আটক করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
আটককৃত ট্রেন যাত্রী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রাঙ্গের পোতা ইউনিয়নের সিংনগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আল-আমীন নামে (১৯)।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র কর্মকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুথে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে ঈশ্বরদী রেল স্টেশনে নামে ঐ যুবক।
এসময় তার হাতে থাকা ব্যাগ ও চলাফেরার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। স্টেশনে দায়িত্বরত ঈশ্বরদী রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী ফোর্সসহ নিয়ে ২ নং প্লাাটফর্ম থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আল-আমীনকে আটক করে।
এ বিষয়ে রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর-০৩।
আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।