বিজ্ঞপ্তি :
পাবনায় উন্নতি হয়েছে আইন-শৃংখলা পরিস্থিতির
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / 120
পাবনা প্রতিনিধিঃ বিট পুলিশিং কার্যক্রম শুরুর পর পাবনায় উন্নতি হয়েছে আইন-শৃংখলা পরিস্থিতির। কমেছে অপরাধও।
সোমবার ২২ ফেব্রুয়ারী সকালে পাবনা পুলিশ লাইনস অডিটরিয়ামে জেলার উর্ধ্বত্বন পুলিশ কর্মকর্তা ও পুলিশের ডিবট অফিসারদের সাথে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো বক্তব্য দেন, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার ও মাসুদ আলম।
জেলায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও সেবার মান বৃদ্ধির লক্ষে ১০৩টি বিট পুলিশিং কেন্দ্র খোলা হয়েছে।